মাঠে গড়াচ্ছে তারুণ্যের উৎসব বিপিএল

অনুশীলনে বরিশালের দুই বিদেশি তারকা ক্রিকেটার আফগানিস্তানের মোহাম্মদ নবি ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। রোববার মিরপুর একাডেমি মাঠে সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ০১:০২
চলো দেশ বদলাই, পৃথিবী বদলাই– এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ থেকে মাঠে গড়াচ্ছে তারুণ্যের উৎসব বিপিএল। গ্যালারিতে জুলাই বিপ্লবের গ্রাফিতি, মুগ্ধ কর্নার, ডিজিটাল টিকিটে মাঠে প্রবেশ; পরিচ্ছন্ন স্টেডিয়ামে ঝাঁ চকচকে বাতির আলো মুগ্ধ করলেও আয়োজনে দুর্বলতার গভীর ক্ষত নিয়ে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ। শতভাগ ব্যাংক জামানত নিতে না পারা, ব্রডকাস্টারদের ছাড় দেওয়া, ক্রিকেটারদের প্রথম কিস্তির পুরো টাকা পরিশোধ না করার অভিযোগ মাথায় নিয়ে ম্যাচের ফাঁকে মাইকে বেজে উঠবে– আবার এলো বিপিএল। এলোরে বিপিএল।
বিসিবির সাবেক বিপিএল গভর্নিং কাউন্সিল তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দিয়েছিল। সে চক্রের শেষ বছর এটি। যদিও প্রতিবছর ঢাকার ফ্র্যাঞ্চাইজি হাতবদল হয়েছে। বেশির ভাগ সময়ই ক্রিকেটারদের সম্মানী পরিশোধ না করে, খেলাপি হওয়ার দায় মাথায় নিয়ে বাদ পড়তে হয়েছে। দেশের বর্তমান বাস্তবতায় এবার তিনটি ফ্র্যাঞ্চাইজি নতুন। ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছে শাকিব খানের হারল্যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে ফিরেছে দুর্বার রাজশাহী। চিটাগং কিংসের মালিকানা হাতবদল হয়েছে। সামির কাদের চৌধুরী ফিরে এসেছেন। বিপিএলের প্রথম আসরে চিটাগং কিংসের মালিকানায় ছিলেন তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ঝামেলা হওয়ায় বকেয়া না দিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই বকেয়া পরিশোধ না করলেও নতুনভাবে মালিকানা দেওয়া হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের আংশিক মালিকানা বদল হয়েছে। বলার অপেক্ষা রাখে না, অনেক ছাড় দিয়ে একাদশ বিপিএল আয়োজন করতে হচ্ছে বিসিবিকে। যদিও পরিবর্তন এবং নতুনত্বের কথা বলে একটি হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল। বাস্তবতা হলো, হাজারো খুঁত নিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। কোনো কিছুই ঠিকভাবে করতে পারছে না ফারুক আহমেদের বিপিএল গভর্নিং কাউন্সিল।
বর্তমান সাইকেলের শেষ বিপিএলে খেলতে পারছেন না সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও খুব বেশি নেই। ফরচুন বরিশালে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নবি; ঢাকার জেসন রয় ছাড়া বৈশ্বিক তারকা চোখে পড়ার মতো নেই। তবে দ্বিতীয় সারির তারকা খেলছেন অনেক। এই বিপিএলের ভালো দিক হলো বেশির ভাগ বিদেশি পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ক্রিকেট বোর্ড চেয়েছে নতুনভাবে ঢেলে সাজাতে বিপিএলকে। খেলোয়াড়দের সম্মানী পরিশোধ করা হবে নির্ধারিত সময়ে। গোছানো একটি টুর্নামেন্ট দেখতে পাবেন দর্শক। কিন্তু বাস্তবতা হলো, শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বিপিএল। ট্রফি উন্মোচন নেই, ক্যাপ্টেন্স ফটোসেশন হয়নি। অথচ এনসিএল টি২০ লিগ নিয়ে সে কী উন্মাদনা দেখা গেছে বিসিবিতে; ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কথাই ঠিক– কনসার্ট দিয়ে খেলার উন্নয়ন হবে না, বিনিয়োগ করতে হবে ক্রিকেটে।
- বিষয় :
- খেলা-ক্রিকেট