দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, স্বীকার শামির

মোহাম্মদ শামি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ | ১৬:২৪ | আপডেট: ০৬ মার্চ ২০২৫ | ১৬:২৪
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আগামী ৯ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলছে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। এতে তারা একই ভেন্যুতে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে।
যেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে ছোটাছুটি করতে হয়েছে। হুট করে মানিয়ে নিতে হয়েছে নতুন কন্ডিশন ও উইকেটের সঙ্গে। নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা যেমন লাহোর টু দুবাই টু লাহোর করে ১৮ ঘণ্টা ভ্রমণের ওপর ছিল।
ভারত তাই অন্যদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে এমন অভিযোগ আগেই করেছেন রিকি পন্টিং, ডেল স্টেইন, নাসের হুসেইন ও মাইকেল আর্থারটনসহ অনেকে।
তবে ভারতের দিক থেকে ওই অভিযোগ বরাবরই নাকোচ করা হয়েছে। রোহিত শর্মা যেমন বলেছিলেন- এটা তো আমাদের ঘর না। এখানে আমরা নিয়মিত খেলি না। তাহলে সুবিধা কীভাবে পাচ্ছি? ভারতের কোচ গৌতম গম্ভীর সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর চড়াও হয়েছিলেন। বলেছিলেন- এটা নিরপেক্ষ ভেন্যু। অন্যদের জন্য যা আমাদের জন্যও তাই।
অথচ এবার দলটির অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি স্বীকার করেছেন, ভারত একই ভেন্যুতে সব ম্যাচ খেলায় কিছু বাড়তি সুবিধা পাচ্ছে, ‘অবশ্যই আমরা কিছু সুবিধা পাচ্ছি। একই ভেন্যুতে টুর্নামেন্ট খেলার কিছু সুবিধা তো আছেই, কারণ আমরা উইকেটের আচরণ সম্পর্কে ভালো ধারণা পেয়েছি।’