ফিফার ছাড়পত্রের অপেক্ষায় সামিত

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫ | ১১:২৫
শুক্রবার পাসপোর্টের জন্য বায়োমেট্রিকসহ যাবতীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন। সোমবার বাংলাদেশের পাসপোর্ট পান কানাডাপ্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেতে সামিতের পরের ধাপ হলো ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন।
আগামী ৩ জুনের আগে ফিফার অনুমোদন পেলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে বাধা থাকবে না তাঁর। যে কারণে গতকালই সব কাগজপত্র আপলোড করে ফিফা পোর্টালে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ফিফায় আবেদনের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, ‘সামিতের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমি নিজেই আজ (সোমবার) বিকেলে ফিফা পোর্টালে আবেদন করেছি। এখন পুরো বিষয়টি নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর।’