ইসলামাবাদ থেকে দুবাইয়ের পথে রিশাদ-নাহিদ

ছবি- ফেসবুক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ২১:২২
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার ফলে নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় পিএসএলের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সে অনুযায়ী আজ (৯ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় ইসলামাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন নাহিদ ও রিশাদ।
ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-২৬১ ফ্লাইটে করে উড়াল দেবেন এই দুই ক্রিকেটার। শুধু নাহিদ ও রিশাদই নয়, পাকিস্তানে অবস্থান করা সব বিদেশি ক্রিকেটারকেই একই ফ্লাইটে নিয়ে যাওয়া হচ্ছে দুবাইয়ে।
এই দুই ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও। তারাও একই ফ্লাইটে দুবাই যাচ্ছেন। তবে নাহিদ-রিশাদ দুবাইয়ে পিএসএলের জন্য হোটেলে অবস্থান করবেন, আর সাংবাদিকরা সেখান থেকে দেশে ফিরবেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বলেন, ‘আমি পিসিবির সভাপতির সঙ্গেও নিয়মিত যোগাযোগ করেছি। নিরাপত্তাজনিত কারণে যেহেতু সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে, আমরা চেয়েছি যেন আমাদের দুই ক্রিকেটারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে বের করে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘ওনারা পেশাদার দায়িত্ব পালনের জন্য সেখানে গিয়েছেন। বোর্ড মনে করে, এখানেও আমাদের একটা দায় রয়েছে। তাই আমরা চেষ্টা করেছি যেন ক্রিকেটাররা যখন সরানো হবে, তখন সাংবাদিকরাও নিরাপদে সেই প্রক্রিয়ার অংশ হতে পারেন।’
- বিষয় :
- রিশাদ হোসেন
- নাহিদ রানা
- পিএসএল