ইউরোপিয়ান রং লাগবে কি ব্রাজিল ফুটবলে

ছবি- বিবিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ১২:৫০
ত্রিশ বছরের বেশি সময় ধরে ব্রাজিলে থাকেন তিনি। লাতিন ফুটবলের প্রবল টান আর ব্রাজিলিয়ান ফুটবলের মুগ্ধতায় তিনি ইংল্যান্ড ছেড়ে ব্রাজিলে ফ্রিল্যান্স করছেন। বিখ্যাত সেই ক্রীড়া সাংবাদিক টিম ভিকরি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে নিজস্ব কিছু বিশ্লেষণ করেছেন। যেখানে এই অভিজ্ঞ সাংবাদিক প্রথমে ব্যাখ্যা করেছেন কেন বহু বছরের প্রথা ভেঙে ইউরোপিয়ান কোচ আনল ব্রাজিল ফুটবল সংস্থা। আনচেলত্তি আসায় ব্রাজিল কি পারবে বিশ্বকাপে তার হারানো গৌরব ফেরাতে?
আপাতত এই দুটি কৌতূহল সারাবিশ্বের ব্রাজিল সমর্থকদেরও; যার উত্তর দিতে গিয়ে একটি পডকাস্ট চ্যানেলে টিম ভিকরি জানিয়েছেন, ‘আনচেলত্তি ইউরোপের পাঁচটি ভিন্ন ভিন্ন লিগে চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন। তাঁর এই সফলতার হার দেখে আকৃষ্ট হয়েছে ব্রাজিল। তা ছাড়া ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের প্রতিটি আসরে ব্রাজিল ইউরোপিয়ান দলগুলোর কাছে নকআউট পর্বে হেরে বিদায় নিয়েছে। সে কারণে ব্রাজিলের ফুটবল কর্মকর্তারা মনে করছেন ইউরোপিয়ান দলগুলোকে হারাতে হলে তেমন একজন কোচ দরকার, যিনি কিনা ইউরোপিয়ান ফুটবলটা ভালো জানেন। বিশ্বকাপে তিনি সফল হতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে আনচেলত্তির একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ব্রাজিলের একটি সমর্থক গোষ্ঠী জাগো বনিতা ফুটবল দেখতে অভ্যস্ত, আনচেলত্তি সেই কৌশল ধরে রাখতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় রয়েছি।’
বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছিলেন তিনি কোনো জাতীয় দলের কোচ হতে চান না, যেখানে বছরে মাত্র তিন মাসের মতো কাজ করার সুযোগ থাকে। তিনি চান ক্লাব ফুটলের ব্যস্ততার মধ্যে ডুবে থাকতে। তাঁর এ মানসিকতা বদলাতে সাহায্য করেছেন ক্যাসিমিরো। ব্রাজিলের ‘গ্লোবও’-এর খবর, নতুন চাকরি নেওয়ার আগে আনচেলত্তি ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসিমিরোর সঙ্গে কথা বলেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক এ খেলোয়াড়ই তাঁকে ব্রাজিলে আসার জন্য প্রবলভাবে প্রভাবিত করেছেন। সেই সঙ্গে নেইমারের সঙ্গেও নাকি যোগাযোগ ছিল আনচেলত্তির। মাসে ৭ লাখ ৭০ হাজার পাউন্ডে ব্রাজিলের সঙ্গে চুক্তি করেছেন এ ইতালিয়ান কোচ। সেই সঙ্গে ছুটিতে ইউরোপে আসা-যাওয়ার জন্য জেট প্লেনেরও বন্দোবস্ত করার শর্ত রেখেছেন।
ব্রাজিল ফুটবল সংস্থা তাঁকে পেয়ে এতটাই খুশি যে বিশ্বকাপ জিততে পারলে বোনাস হিসেবে ৫ মিলিয়ন ইউরোও ঘোষণা দিয়ে রেখেছে। বিশ্বকাপের এক বছর বাকি, এই সময়ের মধ্যে প্রথমে ব্রাজিলকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়ায় প্রথম লক্ষ্য নতুন কোচের। সেখানে দল গোছানোর একটি ব্যাপারও রয়েছে। ব্রাজিলিয়ান মিডিয়ার খবর, আনচেলত্তি ক্যাসিমিরো, নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা করেছেন। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও আর এন্ড্রিক তো থাকছেনই আনচেলত্তির একাদশে।
৬ ও ১১ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডর আর প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নতুন কোচ চেষ্টা করছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলের একটি ফ্রেন্ডশিপ ম্যাচ আয়োজনেরও। ২৫ মে লা লিগায় রিয়ালের হয়ে শেষ ম্যাচের পরই ক্লাব থেকে বিদায় নেবেন আনচেলত্তি। তাঁকে সম্মান জানিয়ে বিশাল আয়োজনের পরিকল্পনাও করছে রিয়াল মাদ্রিদ।
ব্রাজিল তাদের ১১১ বছরের ফুটবল ইতিহাসে মোট ৮৪ জন কোচ নিয়োগ দিয়েছে; যার মধ্যে আনচেলত্তিকে নিয়ে মোট চতুর্থবার বিদেশি কোচ নিয়োগ দিল।
- বিষয় :
- কার্লো আনচেলত্তি
- ব্রাজিল