ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ফুটবল প্রেমীদের আজ নির্ঘুম রাত

ফুটবল প্রেমীদের আজ নির্ঘুম রাত

ছবি: কোলাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ২১:৪৪

ফুটবলের এমন রাত আসে মাঝে মাঝে, তবে হয়তো ফুসরত মেলেনা সবার। এবার ঈদের ছুটি সেই সুযোগ করে দিয়েছে ফুটবল প্রেমীদের। কোনরকম রাত জাগতে পারলেই দেখা যাবে বিশ্ব ফুটবলের তিন তিনটি আকর্ষণীয় ম্যাচ। 

বাংলাদেশ সময় রাত ১টায় নেশন্স লিগের সেমিফাইনাল। যেখানে ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের। সেখানে টেন স্পোর্টস ফাইভে দেখা যাবে ইয়ামাল আর এমবাপ্পের লড়াইটি। ম্যাচটি শেষ হতে হতে রাত তিনটা। 

পরের দুই ঘণ্টা অপেক্ষা করতে পারলেই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি অবশ্য বাংলাদেশ থেকে কোন টেলিভিশন চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে যারা সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস–এসব অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচটি। সকাল সাতটা বেজে যাবে ম্যাচটি শেষ হতে হতে। ঠিক তখনই আবার শুরু হবে আর্জেন্টিনা-চিলির বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। 

সাত মাস পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে দেখার এই সুযোগটি নিশ্চয় হাতছাড়া করবেন না সমর্থকরা। তবে এই ম্যাচটিও বাংলাদেশ থেকে কোনো টেলিভিশন চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচটি। 

আরও পড়ুন

×