ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১৪৫ বছরে প্রথম, ইতিহাসে লর্ডসের প্রথম দিন

১৪৫ বছরে প্রথম, ইতিহাসে লর্ডসের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৩:৩১

লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেখানেই টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। ইংল্যান্ডে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এমন কিছু এর আগে কখনও দেখা যায়নি, দুই দলের দুই ওপেনারই শূন্য রানে ফিরেছেন!

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন উসমান খাজা, আর দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম। দুজনই ইনিংসের গোড়ায় থামলেন রানের খাতা না খুলেই। ইংল্যান্ডে এখন পর্যন্ত খেলা ৫৬১টি টেস্টেও এমন কাকতালীয় পরিণতি দেখা যায়নি, দুই ইনিংসেই এক নম্বর ব্যাটার ‘ডাক’।

অস্ট্রেলিয়ার ইনিংসে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার নিখুঁত বোলিংয়ের সামনে ২০ বল খেলে ফেলেও রান পাননি খাজা। শেষ পর্যন্ত ফিরেছেন শূন্য রানে। পুরো ইনিংসে রাবাদা নেন পাঁচ উইকেট, সঙ্গে মার্কো জানসেনের তিনটি শিকার। ২১২ রানেই থেমে যায় অজিদের প্রথম ইনিংস।

কিন্তু পেস ঝড় থেমে থাকেনি সেখানেই। দক্ষিণ আফ্রিকার ইনিংসেও নামে একই দুর্যোগ। ৪৪ রান তুলতেই তারা হারায় চার উইকেট। মিচেল স্টার্ক নেন দুটি, একটি করে তুলে নেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। ইনিংসের গোড়াপত্তন করতে আসা মার্করাম স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন খেলার ছয় বলের মাথায়ই, রান না করেই।

ফলে প্রথম দিনেই দুই দলের দুই ওপেনারকে শূন্য রানে বিদায় দিয়ে তৈরি হলো এক নতুন রেকর্ড। এমন ঘটনা টেস্ট ক্রিকেটে অবশ্য নতুন নয়, এর আগে আরও নয়বার দেখা গেছে দুই দলের দুই ওপেনার ‘ডাক’ মারতে। তবে ইংল্যান্ডে এই প্রথম।

সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হলো, এই নয়বারের ঘটনাতেও অস্ট্রেলিয়ার ওপেনারদের নাম আছে ছয়বার! তবে এবার যে কীর্তির সাক্ষী হলো লর্ডস, তা সত্যিই বিরল।

আরও পড়ুন

×