ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এপ্রিলে শ্রীলংকা সফরের চিন্তা বিসিবির

এপ্রিলে শ্রীলংকা সফরের চিন্তা বিসিবির

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৭:৩১

করোনাকালে শ্রীলংকা সফর দিয়েই ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু দীর্ঘ আলোচনার পরও সামনে এগোয়নি ওই সিরিজ। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে সফরে। এরপর বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। ওই সিরিজের পরে এপ্রিলে শ্রীলংকা সফরে যাওয়ার কথা বিবেচনা করছে বিসিবি।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাউদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, লংকান বোর্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে থেমে থাকা আলোচনা শুরু হয়েছে। দুই বোর্ড মূলত স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজের সম্ভাব্যতা যাচাই করে দেখছে। সঙ্গে থাকতে পারে সাদা বলের যেকোন এক ফরম্যাটের সিরিজ।

বিসিবির সিইও বলেছেন, 'আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এপ্রিলে অন্তত দুটি টেস্ট খেলতে পারি কিনা তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করে দেখছি। আমাদের মাথায় রাখতে হবে যে, সিরিজের জন্য কোয়ারেন্টাইনের শর্ত থাকবে। সিরিজ সম্পূর্ণ করতে তাই সময় লাগবে। আমাদের পরিকল্পনাটা ওভাবেই করতে হবে। এরপর হাতে সময় থাকলে সাদা বলের ক্রিকেটও আয়োজন করা যেতে পারে।'

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলার কথা ছিল চলতি বছরের জুনে। কিন্তু করোনার হানায় ওই সময় সিরিজ আয়োজনের কথা ভাবাই যায়নি। সিরিজটি তাই স্থগিত হয়ে যায়। এরপর কোয়ারেন্টাইনের শর্ত মেনে ২৪ অক্টোবর সিরিজটি আয়োজনের ব্যাপারে সম্মত হয় দুই বোর্ড। কিন্তু শ্রীলংকা কঠোর কোয়ারেন্টাইনের শর্ত দেওয়ায় সিরিজটি বাতিল করে বাংলাদেশ। নতুন করে আবার শুরু হয়েছে সিরিজ নিয়ে আলোচনা।

আরও পড়ুন

×