৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী থম্পসন-হেরাহ

অলিম্পিকের ৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়ে দ্রুততম মানবী থম্পসন। ছবি-রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২১ | ০৭:২৫ | আপডেট: ৩১ জুলাই ২০২১ | ০৭:৫৯
অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্ট। এই ইভেন্টে আজ ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন থম্পসন-হেরাহ। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে দ্রুততম মানবীর মুকুট পরেছেন থম্পসন-হেরাহ।
১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে অলিম্পিকের ৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন থম্পসন-হেরাহ। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।