ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

‘নগদ’-এর সেবা এখন আগের চেয়েও উন্নত

‘নগদ’-এর সেবা এখন আগের চেয়েও উন্নত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ০২:১৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০২:১৪

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের জন্য ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’শনিবার কিছু উন্নয়নমূলক কাজ করেছে। প্রক্রিয়াটি চলাকালে সাময়িক সময়ের জন্য গ্রাহকদের সেবা পেতে কিছুটা সমস্যা হয়।

উন্নয়ন কাজ চলাকালে নগদ-এর ফেসবুক পেইজের মাধ্যমে গ্রাহকদের বিষয়টি জানানো হয়। ইতিমধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। ফলে ‘নগদ’এখন আগের চেয়েও উন্নত এবং মানসম্মত সেবা প্রদান করবে।

সাময়িক অসুবিধার জন্য ‘নগদ’কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং একই সঙ্গে ভবিষ্যতে আরো উন্নত সেবা প্রদানের জন্যে গ্রাহকদের কাছে ‘নগদ’প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×