মনিটরে বাড়ল বিক্রয়োত্তর সেবা

কম্পিউটারের মনিটরে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৭:০৫
কম্পিউটারের মনিটরে বিক্রয়োত্তর সেবায় নতুন ঘোষণা দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। সিনেডি, সিনেক্সা এবং এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চির সবকটি মডেল মনিটরে বিক্রয়োত্তর সেবা মিলবে তিন বছর।
নির্মাতা সূত্রে জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে বিক্রয়োত্তর সেবা বাড়িয়ে তিন বছর করা হয়েছে।
ডিসেম্বর ২০২৪ থেকে কেনা ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সবকটি মডেলে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে আমাদের নির্মিত মনিটর ক্রেতাদের আস্থা অর্জন করেছে। মনিটরের সঙ্গে তিন বছরের প্যানেল বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা। ফলে মনিটর পরিষেবায় আস্থা সুদৃঢ় হবে। কয়েকটি স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটরে চলছে বিশেষ কিছু অফার।
ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি নিলে আগ্রহীরা পাবেন বিশেষ সুবিধা। অন্যদিকে, এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন মনিটর বদলে নেওয়া যাবে।