বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল, মহাসচিব মনিরুল

বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল ইসলাম ও মহাসচিব মনিরুল ইসলাম
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:১৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২০:৪৬
সারাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। মহাসচিব হয়েছেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম।
নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুল হাসান (ল্যান্ডমার্ক কম্পিউটারস)। যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে মো. আহসানুল ইসলাম (পিসি গার্ডেন) ও আবুল হাসান (এইচ এম কম্পিউটারস)। পরিচালক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন (জ্যাজি) ও মো. নজরুল ইসলাম (ওয়েলকিন কম্পিউটারস)।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতি হয়েছি। সবাই চেয়েছে তাই দায়িত্ব নিয়েছি। সংগঠনের জন্য যেসব কাজ করার সুযোগ রয়েছে, তা সবাইকে নিয়েই করব।
প্রসঙ্গত, গত ২১ জুন ২০২৫ শনিবার বর্ণিত সাত জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুসারে, ২২ জুন পদবন্টনের নির্বাচনের জন্য পরিচালকরা মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ২৩ জুন ২০২৫ বিসিএস কার্যনির্বাহী কমিটিতে বিনা ভোটে পদবন্টনের ফলাফল ঘোষণা করেন।
বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির, নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্রুতই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
- বিষয় :
- বিসিএস