ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নগরায়ণ

নগরায়ণ

স্থানিক পরিকল্পনা যে জন্য জরুরি

স্থানিক পরিকল্পনা (স্পেশ্যাল প্ল্যানিং) সামগ্রিক, যেখানে ভৌত, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক; এককথায় সামষ্টিক অঞ্চল/বিষয়ে করা হয়। স্থানিক পরিকল্পনার মধ্যে রয়েছে ভূমি ব্যবহার, অবকাঠামো নির্মাণ, আবাসন, ট্রাফিক, ল্যান্ডস্কেপ, গ্রামীণ, শহুরে, আঞ্চলিক, পরিবহন, পরিবেশগত পরিকল্পনা এবং আইনি কাঠামো। স্থানিক পরিকল্পনা কোয়ার্টার থেকে শুরু করে গ্রাম, শহর, অঞ্চল, রাজ্য, স্থানীয়, আঞ্চলিক, জাতীয়, এমনকি আন্তর্জাতিক স্তরে বিস্তৃত। এককথায় স্থানিক পরিকল্পনা হচ্ছে সামগ্রিক পরিকল্পনাভিত্তিক সুষম, টেকসই এবং স্মার্ট উন্নয়ন। পরিতাপের বিষয় এই, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে অদ্যাবধি অনেকটাই অনালোচিত ও উপেক্ষিত।

আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৪ | ০৯:৫৬
স্থানিক পরিকল্পনা যে জন্য জরুরি

সর্বশেষ