ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পরিবার

পরিবার

‘ছেলেকে ফিরে পেয়ে মনে হচ্ছে, আকাশের তারা পেয়েছি’

সকাল সোয়া ৯টা। কুয়াশা তখনও কাটেনি। দূর থেকে ভেসে আসা জাহাজের সাইরেন কানে লাগতেই উৎকণ্ঠিত মুখে মুখে হাসির ফোয়ারা। প্রিয় স্বামীকে কাছে পেতে কারও অপেক্ষা, আবার কেউ ক্ষণ গুনছেন কলিজার টুকরো সন্তানের জন্য। প্রথমে চট্টগ্রামের পতেঙ্গার জেটিতে ভেড়ে কোস্টগার্ডের জাহাজ। এর পর একে একে নোঙর করে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫। জাহাজ থেকে নেমে কোস্টগার্ড আয়োজিত অনুষ্ঠানস্থলে এসে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন ৯০ নাবিক ও জেলে। কেউ স্বজনকে জড়িয়ে কান্নায় চোখ ভাসান। কেউ প্রিয়জনের বুকে মাথা গুঁজে জানান দেন স্বজনকে ফিরে পাওয়ার স্বস্তি।

আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৫ | ২১:৪৬
‘ছেলেকে ফিরে পেয়ে মনে হচ্ছে, আকাশের তারা পেয়েছি’

সর্বশেষ