ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মিয়ানমারের কাঠের ট্রলার থেকে আইসসহ আটক ৬

মিয়ানমারের কাঠের ট্রলার থেকে আইসসহ আটক ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ০৬:৩১ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ০৬:৩১

কক্সবাজার টেকনাফের স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের কাঠের ট্রলার থেকে এক কেজি মাদক আইস উদ্ধার করা হয়েছে। এসময় ট্রলারের থাকা মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাঠ বোঝাই ট্রলারটিও জব্দ করা হয়েছে।

আটক মিয়ানমার নাগরিকরা হলেন- মিয়ানমার আকিয়াবের মো. ইলিয়াস (৫৫) একই এলাকার মো. করিম (২০), মো. ইমাম হোসেন (২৭), শাহ আলম (৩০), মো. ফোরকান (২৬) ও আব্দুল হাফেজ (৪০)।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের জলসীমানায় একটি ট্রলার আসতে দেখে ট্রলারটি থামার সংকেত দেয়। কিন্তু তারা সংকেত অমান্য করে। এসময় বিজিবির সদস্যরা ধাওয়া করে ট্রলারটি জব্দ করেছে। এসময় ট্রলারে থাকা মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে এক কেজি মাদক আইস উদ্ধার করা হয়।’

বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় কাঠ বোঝাই ট্রলারটিও জব্দ করা হয়েছে। আটক ৬ জনকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পক করে  জব্দকৃত কাঠ ও ট্রলার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×