ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফলো আপ

প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে স্কুলে সেই স্বর্ণা

প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে স্কুলে সেই স্বর্ণা

প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে নতুন ব্যাগ নিয়ে স্কুলে গেল স্বর্ণা ছবি: সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর)সংবাদদাতা:=

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৫:২৫ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৫:২৬

ইউনিফর্ম পরে না যাওয়ার অভিযোগে বিদ্যালয় থেকে বের করে দেওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেই সুমাইয়া সিনহা স্বর্ণা প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে নতুন ব্যাগ নিয়েই স্কুলে গেল।

রোববার সকালে দিনাজপুরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যায় সে। স্বর্ণা এখন স্কুল এবং এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে তাকে দেখতেও আসছেন। অপরদিকে প্রতিষ্ঠান প্রধানরাও শিক্ষা পাওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে।

এর আগে ১৬ মার্চ রাতে প্রধানমন্ত্রীর দেয়া ইউনিফর্ম ও নতুন ব্যাগ তার হাতে পৌঁছে দেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিক্ষার্থী স্বর্ণার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। এছাড়াও তার চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা প্রদানের আশ্বাস দেওয়া হয়। যার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুমাইয়া সিনহা স্বর্ণা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে। তার বাবা ফেরি করে সুপারি বিক্রি করেন।

গত ১৬ মার্চ সকালে ইউনিফর্ম ছাড়াই স্কুলে যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাই সিনহা স্বর্ণা। টাকার অভাবে টেইলার্সে দেয়া ইউনিফর্মটি তুলতে পারেননি ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী শাহিনুর ইসলাম। স্কুলে ইউনিফর্ম পরে না যাওয়ায় স্বর্ণাকে প্রধান শিক্ষক হাসেম আলী সকলের সামনে অপমান করে স্কুল থেকে বের করে দেন। বিষয়টি নিয়ে ১৫মার্চ,২২ ‘সমকালের অনলাইন’সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দিনাজপুরের জেলা প্রশাসককে স্কুল ছাত্রীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন তিনি।

নতুন ইউনিফর্ম ও ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া নিয়ে সুমাইয়া সিনহা স্বর্ণা বলে,আমি অসুস্থ ,প্রধানমন্ত্রী আমাকে নতুন ইউনিফর্ম এবং আমার চিকিৎসার জন্য সহায়তা দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। নতুন ইউনিফর্ম পরে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে,অনেক আনন্দ লাগছে।

স্বর্ণার বাবা শাহিনুর আলম বলেন,আমার মেয়ে থ্যালাসেমিয়া রোগী, তাই তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি,মাননীয় প্রধানমন্ত্রী আমার মেয়েকে সহায়তা প্রদান করেছেন এ জন্য আমি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া সিনহাকে নতুন ইউনিফর্ম,ব্যাগ দেয়া হয়েছে। তার চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা প্রদানের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই সে তা পাবে বলেও জানান তিনি।




আরও পড়ুন

×