ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হামলা-ভাঙচুর

সালথা উপজেলা চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

সালথা উপজেলা চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০৪:৩২ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০৪:৩২

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ জুলাই) দুপুরে আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নং আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদসহ ১০ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে রোববার (৯ জুলাই) দিনগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদকে প্রধান আসামি করে ৩৬ জনের নামে বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ উঠে। এ সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট করা হয়। পরবর্তীতে ঘটনার বিষয় উল্লেখ করে ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। আহত জাফর মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

আরও পড়ুন

×