রাঙামাটিতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাও বন্ধ, ভোগান্তি চরমে

রাঙামাটি অফিস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২২ | ০১:২১ | আপডেট: ০৬ আগস্ট ২০২২ | ০১:২১
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাঙামাটিতে আজ শনিবার সকাল থেকে কোন পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ রয়েছে। এর পাশাপাশি রাস্তায় চলাচল করছে না সিএনজিচালিত অটোরিকশাও। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় যাত্রীসহ ঘুরতে আসা পর্যটকরাও।
সরেজমিনে দেখা যায়, রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে কোন বাস ছেড়ে যায়নি। সব ধরনের বাস কাউন্টার বন্ধ বন্ধ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম মাধ্যম সিএনজিচালিত অটোরিকশাও বন্ধ রয়েছে। এমনকি বনরুপার বাজার, কল্যাণপুর বাজার, রির্জাভ বাজার, আসামবস্তি ও তবলছড়ি বাজার থেকে সাধারণ মানুষদের তীব্র তাপদাহ উপেক্ষা করে হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।
এ বিষয়ে জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পরিবহন মালিকরা এমন করবে, বিষয়টি দুঃখজনক। এটি খতিয়ে দেখা হচ্ছে।