ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৫ নেতা কারাগারে

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির ৫ নেতা কারাগারে

জেলা বিএনপির গ্রেপ্তার পাঁচ নেতা- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৪:১৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৩০

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জেলা বিএনপির পাঁচজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ শুক্রবার রাতে যৌথভাবে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার সাহা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান ওই পাঁচজনকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর বিষয়টি শনিবার দুপুরে সমকালকে জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, অপর সহ-সভাপতি শামিম খান ওরফে ভিপি শামিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও কাজিপুর উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক রাশেদ কবির চান্দু।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির স্বতঃস্ফূর্ত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে নবদ্বীপ পুলের কাছে আওয়ামী লীগ নেতাকর্মীরা হঠাৎ ঢিল ছুড়লে সেখানে বিশৃঙ্খলা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে বিএনপির সঙ্গে সংঘর্ষ হয়। বিএনপির নেতাকর্মী ও পুলিশসহ ২০ জন আহত হন। ওই ঘটনায় বিএনপিকেই দায়ী করে তাদের ১১৫ জনের নামে মামলা করে পুলিশ।

আরও পড়ুন

×