ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফসল বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট কৃষক

ফসল বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট কৃষক

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৬

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট সীমান্ত এলাকায় ফসল বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১১২২ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

নিহত কৃষকের নাম নওশেদ আলী (৬৫)। তার বাড়ি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কুচপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় গত কয়েকদিন ধরে বন্যহাতি লোকলয়ে চলে আসতেছে। চলতি মৌসুমের আমন আবাদ রক্ষায় এলাকাবাসী ফসল রক্ষায় নির্ঘুম রাত কাটায়। পাহাড় থেকে প্রায়ই হাতির দল নেমে এসে তাদের রোপণকৃত আমন ধান নষ্ট করে। 

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ফসলি জমিতে হাতির দল নেমেছে শুনে ছুটে যান কৃষকরা। ওই সময় টর্চ লাইট, মশাল জ্বালিয়ে ও চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেন তারা। অন্যান্য কৃষকদের সঙ্গে ফসল রক্ষায় যোগ দিয়েছিলেন বৃদ্ধ নওশের আলীও। একপর্যায়ে দল থেকে একটি হাতি কৃষকদের দিকে তেড়ে আসে। অন্য কৃষকরা দৌঁড়ে নিরাপদ স্থানে চলে গেলেও বৃদ্ধ নওশের ধান ক্ষেতে পড়ে যান।

এ সময় হাতিটি অতর্কিতে আক্রমণ চালিয়ে তাকে পায়ে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম সুরুজ মিয়া, গোপালপুর বনবিভাগের বিট কর্মকর্তা মো. মাহজারুল হক।

কড়ইতলী এলাকার কৃষক ইব্রাহিম মিয়া জানান, বন্যহাতি আক্রমণ চালালে হাতিকে তাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু হাতির দল ফসল নষ্ট করে একজনকে পিষে যায়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সিমান্তে গত চার বছরে হাতির আক্রমণে ৬ জন প্রাণ হারিয়েছেন। 

ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, হাতির আক্রমণে কৃষকের প্রাণহানির ঘটনা খুবই মর্মান্তিক। হাতির আক্রমণ থেকে ফসলি জমি রক্ষা করা না গেলে এই এলাকার কৃষক অনাহারে থাকবে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×