পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল পাচার, ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক

ছবি: বিজিবির সৌজন্যে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২ | ০৯:২৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২২ | ০৯:২৯
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল পাচারের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় ৮৬ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়।
শনিবার ভোরে স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড়ে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম রফিক গাজী। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর ছেলে।
সমকালকে এসব তথ্য জানিয়েছেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-৩ থেকে এক কিলোমিটার অভ্যন্তরে ফুলতলায় ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার ওহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় একটি ট্রাক তল্লাশি করে ফেনসিডিলগুলো পাওয়া যায়। এতে জড়িত এক ভারতীয়কে আটক করা গেলেও রফিক মণ্ডল নামে আরেক ভারতীয় নাগরিক পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দ ট্রাকসহ ফেনসিডিলের দাম প্রায় ৮০ লাখ ৩৪ হাজার টাকা। আটক ব্যক্তিসহ জব্দ সামগ্রী সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।