ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ | ০২:৫৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ | ০২:৫৬

বগুড়ার ধুনটে পাওনা টাকা চাওয়ায় জাকির হোসেন (২২) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

নিহত জাকির ধুনটের মাঝবাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থেকে মুদি দোকান দিয়ে ব্যবসা করছিলেন।

স্থানীয়রা জানান, মাঝবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল জাকিরের। শুক্রবার রাতে জাকির তার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর মুদি দোকানি জাকিরকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে  জাকির মারা যান।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন  করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×