ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ

ফাইল ছবি।
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৩:৩৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৩:৩৭
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে মঙ্গলবার দিনগত রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এতে ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় কয়েকশ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।
ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী রাজবাড়ী পরিবহনের যাত্রী রহিজ উদ্দিন বুধবার সকাল নয়টায় সমকালকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে পাটুরিয়া ঘাটে এসে আটকা পড়েছি।
আরেক যাত্রী শিউলি আক্তার বলেন, তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, কুয়াশা কমলে এ দুই নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।