বাঁশঝাড়ের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

প্রতীকী ছবি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৪:০১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৪:০১
কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত ফাকু শেখের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও তাঁকে পায়নি। শুক্রবার সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় বাঁশঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই এলাকার আপিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।
- বিষয় :
- কুড়িগ্রাম
- উলিপুর
- লাশ উদ্ধার
- গলাকাটা লাশ