এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৫১ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৫১
পাবনার সাঁথিয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাদিয়া সুলতানা (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাদিয়া সুলতানা একই গ্রামের আবু সাইদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদিয়া এবার সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বুধবার পরীক্ষার ফল হলে দেখা যায় সাদিয়া ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওই দিন সন্ধ্যায় সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ এবং সাদিয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকে তাকে আড়ার সাথে ঝুলতে দেখে। পরে ওড়না কেটে দ্রুত তাকে মেঝেতে নামানো হয়। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। একই দিন রাত সাড়ে ১১ টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বৃহস্পতিবার দুপুরে কলেজে তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি(অপমৃত্যু) মামলা হয়েছে।