ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৩৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৪০

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে নাশকতার মামলায় উপজেলা যুবদলের আহ্বায়কসহ আরেকজন বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার উপজেলা যুবদলের আহ্বায়ক তাড়াশ পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকার এফ.এম শাহ আলম ও অপর জন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ওর্য়াড বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

সোমবার রাতে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে যুবদলের আহ্বায়ক এফ.এম শাহ আলমকে ও বিনসাড়া বাজার থেকে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম জানান, আটকরা নাশকতার মামলার আসামি। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী জানান, নেতাকর্মীদের নাশকতার গায়েবী মামলায় আটক করে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন

×