দুই মাস অসুস্থ থাকার পর সিংহী টুম্পাও মারা গেল

বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহী টুম্পা- ফাইল ছবি
চকরিয়া (কপবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৯
কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহী টুম্পা মারা গেছে। দুই মাস অসুস্থ থাকার পর মঙ্গলবার এর মৃত্যু হয় বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, সিংহ রাসেল (১৬) ও সিংহী টুম্পা (১৫) বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়ে। এরপর পার্ক কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করে দুই মাস ধরে চিকিৎসা দিচ্ছিল। গত ৩১ জানুয়ারি রাসেল মারা যায়। টুম্পার চিকিৎসা অব্যাহত ছিল। তবে বার্ধক্যের কারণে নিজে খাবার খেতে পারছিল না। দিন দিন শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। মঙ্গলবার পার্কের হাসপাতালে টুম্পার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে টুম্পার মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।