বগুড়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৮:০২ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০৯:১৫
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মসজিদের অজুখানায় ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার শাকপালা মহল্লায় এ ঘটনা ঘটে। রোববার মামলা দায়েরের পর পুলিশ আবু বক্করকে গ্রেফতার করে।
অভিযুক্ত আবু বক্কর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দনবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে। শাকপালা এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন তিনি।
বলাৎকারের শিকার শিশুটির পরিবারের বরাতে শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মণ্ডল সমকালকে জানান, শনিবার সন্ধ্যায় এক স্কুলছাত্র ওই মসজিদে মাগরিবের নামায আদায় করে। নামাজ শেষে মাথা ব্যাথার কারণে সে ঝাড়ফুঁক নিতে মুয়াজ্জিন আবু বক্করের কাছে যায়। তখন আবু বক্কর সিদ্দিক ওই শিশুকে অজুখানায় নিয়ে বলাৎকার করে।
পরে শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানালে ওই শিশুর বাবা আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, রোববার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- মসজিদ
- অজুখানা
- বলাৎকার
- মুয়াজ্জিন গ্রেফতার