ঢাকা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৩ | ১৬:৪০ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৭:০১
গত বছর ২৯ অক্টোবর বেনজীর আহমেদকে সভাপতি এবং পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। এর প্রায় আট মাস পর মঙ্গলবার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
জানা যায়, পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার সাবেক মহিলাবিষয়ক সম্পাদক সাংবাদিক হালিমা আক্তার লাবণ্য ভূঁইয়া। তিনি এশিয়ান টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা এই দু’জন নেতার বাসা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। জেলার বড় পদ পাওয়ায় তাঁদের এলাকায় তৃণমূল নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
- বিষয় :
- ঢাকা জেলা আ’লীগ
- পূর্ণাঙ্গ কমিটি