জোড়া খুনের মামলায় দু’জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৯:৩৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৯:৩৩
সখীপুরে এক ব্যবসায়ী ও এক কৃষককে কুপিয়ে হত্যার পরিকল্পনাকারীসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এ তথ্য জানায় র্যাব-১৪। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মোস্তফা কামালকে ঢাকার মোহাম্মদপুর থেকে এবং তার সহযোগী আলামিনকে সখীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোস্তফা সখীপুর উপজেলার বাঘেরবাড়ি এলাকার মুহাম্মদ আলীর ছেলে ও আলামিন একই এলাকার নূরুল ইসলামের ছেলে।
গত ১৯ জুলাই রাতে কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় ব্যবসায়ী শাহ জালাল (৩৫) ও কৃষক মজনু মিয়াকে (৪৫) হত্যা করে সড়কে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। ২০ জুলাই সকালে রক্তাক্ত লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেন নিহত শাহ জালালের বাবা আবুল হোসেন।
শুক্রবার র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার মোস্তফা একজন রাজমিস্ত্রি। স্থানীয় সমিতি থেকে বেশ কিছু টাকা ঋণ করেছে মোস্তফা। সম্প্রতি ওই সমিতি থেকে ঋণ পরিশোধের জন্য ব্যাপকভাবে চাপ দেওয়া হচ্ছিল। সেই ঋণের টাকা পরিশোধ করতেই ছিনতাইয়ের পরিকল্পনা করে সে। এতে তার সঙ্গে যোগ দেয় সহযোগী আলামিন। ১৯ জুলাই রাতে বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকার নির্জন জঙ্গলের পাশে দু’জনে ওত পেতে ছিল। ব্যবসায়ী শাহ জালাল ও তাঁর চাচা মজনু মিয়া মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রড দিয়ে প্রথমে শাহ জালালকে আঘাত করে মোস্তফা। এতে শাহ জালাল ও তাঁর পেছনের আরোহী মজনু মিয়া পড়ে যান। তখন মজনু মিয়ার ওপর হামলা চালায় আলামিন।
ঘটনার পর লাখ টাকা প্রাপ্তির প্রত্যাশা থাকলেও মোস্তফা ও আলামিন পায় মাত্র ৬০০ টাকা। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় অভিযুক্তরা। তবে গত বৃহস্পতিবার ধরা পড়ে মোস্তফা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের কাছাকাছি একটি ডোবা থেকে নিহত ব্যবসায়ী শাহ জালালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর পর ধরা পড়ে আলামিন।
- বিষয় :
- সখীপুর
- কৃষককে কুপিয়ে হত্যা
- গ্রেপ্তার