ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রী হত্যা

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার অছির উদ্দিন। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১১:০৩ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১১:০৩

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার বিকেলে তাকে উপজেলার মোলামগাড়ীহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০ বছর ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম 

গ্রেপ্তার অছির উদ্দিন উপজেলার মোলামগাড়িহাট এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন স্ত্রী আঞ্জুকে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। পরের দিন সকালে মোলামগাড়িহাট এলাকার একটি ধান খেত থেকে আঞ্জুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পর থেকে অছির পলাতক ছিলেন।

এদিকে ২০২৩ সালের ৩১ জুলাই আছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন জয়পুরহাট দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয় নিশ্চিত করেন। 


আরও পড়ুন

×