নীলফামারীতে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ০৪:০৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ০৪:০৪
আটকের পর ওইদিন রাতেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহম্মাদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।
আটক নেতাকর্মীরা হলেন- উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম মোক্তার পাড়া গ্রামে আবুজার রহমান (৫২), পঞ্চপুকুর ইউনিয়নের হাবেরতল গ্রামের আলী হোসেন (৪৫), চাপড়া সরমজানী ইউনিয়নের আতিয়ার রহমান (৫৫), চাপড়া নাড্ডিপাড়া গ্রামের রাহিদুল ইসলাম (২৭), আরাজী কুচিয়ার মোড় গ্রামের সিরাজুল ইসলাম (২০), নতিব চাপড়া গ্রামের রুবেল ইসলাম (২৫), ফুলদ্দিন (৫৭) ও মমিনুর রহমান (৫৪) এবং বাবড়ীঝাড় গ্রামের হাফিজুর রহমান (২৭) ।