২৩ বছর পর সিলেট জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৪
সিলেট জেলা ও মহানগর যুবলীগে সবশেষ পূর্ণাঙ্গ কমিটি ছিল ২০০১ সালে। এরপর আংশিক কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। অবশেষে শনিবার রাতে জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে ২০১৯ সালে জুলাইয়ে সিলেটে মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে মহানগর কমিটিতে আলম খান মুক্তি সভাপতি ও মুশফিক জায়গীরদার সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক হন শামীম আহমদ।
জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ১১ সহসভাপতি হলেন– সেলিম আহমদ, আব্দুল মতিন, আলমগীর, সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কান্তি কাপালী মিন্টু, এস. এম শাইস্ত তালুকদার, শামীম ইকবাল, সামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী ও মনির মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার আলী ও জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন রেজাউর রহমান রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান ও আব্দুল ওয়াদুদ এমরুল।
এ ছাড়া উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে শাহিনুজ্জামান শাহীন প্রচার সম্পাদক, সাজলু লস্কর দপ্তর, লোকমান আহমদ প্রকাশনা, কামরুল ইসলাম অর্থ, সিতাব মিয়া পাঠাগারবিষয়ক, জুনেল আহমদ সমাজকল্যাণ, হোসাইন আহমদ বাবু বিজ্ঞান তথ্য-প্রযুক্তিবিষয়ক, বিউটি বেগম তামান্না মহিলাবিষয়ক সম্পাদক হয়েছেন। আর সদস্য পদ পেয়েছেন ২৩ জন।
এদিকে মহানগর যুবলীগের ১৩১ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন ফাইয়াজ খান সলিট, লিটন মিয়া, সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, আব্দুল লতিফ রিপন, শান্ত দেব, আব্দুর রব সায়েম ও আনিসুজ্জামান আনিস। সুবেদুর রহমান মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ময়নুল হক ইলিয়াছ, সঞ্জয় কুমার চৌধুরী, রিমাদ আহমদ ও এমদাদ হোসেন ইমু।
উল্লেখযোগ্য পদের মধ্যে প্রচার সম্পাদক পদে মোহাইমিন চৌধুরী বাপ্পী, দপ্তর সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আহমদ সুফি এবং সেবুল আহমদ সাগর সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হয়েছেন। আর সদস্য পদ পেয়েছেন ২১ জন।
- বিষয় :
- যুবলীগ
- পূর্ণাঙ্গ কমিটি
- কমিটি ঘোষণা
- সিলেট