দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ শোডাউন করেছেন। মঙ্গলবার বকশীগঞ্জের নইমিয়ার বাজার, কামালপুর, সারমারা বাজার এবং দেওয়ানগঞ্জের বাঁশতলী, তারাটিয়া, কাঠারবিল এলাকায় শোডাউন করেন তিনি।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার হাল ধরতে চান শিল্পপতি নূর মোহাম্মদ। দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি। আগাম প্রচারে নেমে পথসভা, আলোচনা সভা, গণসংযোগ ও শোডাউন করছেন নিয়মিত। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইছেন তিনি।
শোডাউনে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, ‘জামালপুর-১ আসনে জনপ্রিয় নেতা হচ্ছেন নূর মোহাম্মদ। তাঁর জনপ্রিয়তার ধারেকাছেও নেই কেউ।’
মনোনয়নপ্রত্যাশী নূর মোহাম্মদ বলেন, ‘মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, একটিই চাওয়া– নৌকার জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। নৌকার জয় নিশ্চিত করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে মাঠে কাজ করে যাচ্ছি।’