ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯৯৯-এ কল

ইউপি চেয়ারম্যানের হোটেল থেকে তরুণ-তরুণী আটক

ইউপি চেয়ারম্যানের হোটেল থেকে তরুণ-তরুণী আটক

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪০

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে সুনামগঞ্জ শহরের জামাইপাড়া রোডের আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেলে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের কক্ষ থেকে দুজনকে আটক করা হয়। 

হোটেলের মালিক শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান। ঘটনার সময় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আটক দুজন তার ইউনিয়নের বাসিন্দা দাবী করেন চেয়ারম্যান। তবে হোটেলের কক্ষ দেওয়ার পর তরুণ-তরুণীর জাতীয় পরিচয়পত্র, বিবাহসনদসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন হয় ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। হোটেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। বাধ্য হয়ে থানায় জানানো হয়েছে। পুলিশ এসে দুজনকে আটক করেছে।

হোটেল মালিক ও ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার কেউ এলে না করতে পারি না। পরিচয়পত্র ছাড়া কক্ষ দেওয়ায় ম্যানেজারকে চাকুরিচ্যুত করা হবে।’ 

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, অভিযানে আটক তরুণ-তরুণীদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×