ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুলনার সেই কিশোরী খেলোয়াড়দের চাঙ্গা করতে ফুটবল ম্যাচ

খুলনার সেই কিশোরী খেলোয়াড়দের চাঙ্গা করতে ফুটবল ম্যাচ

তেঁতুলতলা বিদ্যালয় মাঠে খেলায় অংশগ্রহণ করে কিশোরীরা - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৪৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৪৪

খুলনার বটিয়াঘাটায় শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে খেলাধুলার অনুষ্ঠান ‘আমাকে খেলতে দাও’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ইউনিসেফের আয়োজনে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুই ঘণ্টার এ অনুষ্ঠান হয়। এতে ফুটবল, কারাতে শিক্ষা, আত্মরক্ষা প্রশিক্ষণ ও কাবাডি অনুষ্ঠিত হয়। মূলত বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে কিশোরী ফুটবলাররা হামলার শিকার হওয়ায় তাদের মনোবল ফেরাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে তেঁতুলতলা বিদ্যালয় মাঠে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়রা ছাড়াও গ্রামের অনেক শিশু ও কিশোর-কিশোরী ভিড় করে। তাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখান ব্ল্যাক বেল্ট পাওয়া সানজিদা আকতার মৌমি। কিশোরীরা বেশ আগ্রহ নিয়ে কৌশলগুলো শেখে।

প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইমা ব্রিঘাম, সংস্থাটির শিশু সুরক্ষা ব্যবস্থাপক এলিসা ক্যাল্পোনা, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, ইউনিসেফের খুলনা ফিল্ড অফিস চিফ কাওসার হোসাইন। কর্মসূচির উদ্দেশ্য উপস্থাপন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা আক্তার। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া কর্মকর্তা বকতিয়ার রহমান গাজী, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন প্রমুখ।

এলিসা ক্যাল্পোনা বলেন, পরিসংখ্যানে জানা গেছে, বাংলাদেশের সাড়ে ৪ কোটি শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার। ৩ দশমিক ৮ কোটি কিশোরী বাল্যবিয়ের শিকার। ৪ কোটি শিশু কর্মজীবী হিসেবে রয়েছে। এ কারণে ইউনিসেফ শিশু, কিশোর-কিশোরীর জন্য এ উদ্যোগ নিয়েছে।

অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করছে।

গত ২৭ জুলাই বটিয়াঘাটার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুশীলন করার সময় সাদিয়া আক্তারের ছবি তুলে তাঁর মাকে নিয়ে দেখিয়ে কটূক্তি করে প্রতিবেশী নূপুর খাতুন। এ বিষয়ে নূপুরের কাছে জানতে চাইলে তাঁকে গালাগাল ও মারধর করা হয়। এর জেরে কয়েকজন কিশোরী ফুটবলার অনুশীলন ছেড়ে দেয়।

আরও পড়ুন

×