ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দীর্ঘদিন পর বাধাহীন কর্মসূচি

খুলনা রোডমার্চে বিএনপির দুপক্ষের শোডাউন

খুলনা রোডমার্চে বিএনপির দুপক্ষের শোডাউন

খুলনার শিববাড়িমোডে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০২

দীর্ঘদিন পর বাধাহীনভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করল বিএনপি। কর্মসূচি ঘিরে ছিল না নেতাকর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশি ও আটক; বাধা দেওয়া হয়নি যানবাহন চলাচলে। নগরীজুড়ে ছিল ২ শতাধিক তোরণ, পোস্টার ও বিলবোর্ড। রাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আলোকসজ্জা করে দলটি। 

দুই গ্রুপের শোডাউন

দুপুর থেকেই নগরীর শিববাড়ি মোড়ের সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বিকেলের মধ্যেই শিববাড়ি মোড় কানায় কানায় পূর্ণ হওয়ার পর নেতাকর্মীরা অবস্থান নেন আশপাশের সড়কগুলোতে। তারা সবাই খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী গ্রুপের অনুসারী।

দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই গ্রপের অনুসারী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন। এই গ্রুপের নেতারা সবাই ছিলেন সমাবেশ মঞ্চে।

অন্যদিকে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অনুসারীরা দুপুর আড়াইটা থেকে জড়ো হতে থাকেন সমাবেশস্থল থেকে সামান্য দূরে নিউমার্কেটের সামনে বায়তুন নূর চত্বরে। ব্যানার-ফেস্টুনে সজ্জিত পিকআপ, খালেদা জিয়া ও মঞ্জু’র ছবি সম্বলিত প্লাকার্ড প্রভৃতি নিয়ে এই গ্রুপের অনুসারীরা সবাই বিকেল ৪টার মধ্যে সেখানে সমবেত হন। 

বিকেল সোয়া ৫টার দিকে বিশাল মিছিল বের করেন তারা। মিছিলটি জোড়াগেট মোড় ও সঙ্গীতা সিনেমা হলের মোড় প্রদক্ষিণ করে। এরপর তারা সমাবেশস্থলের অদূরে প্রধান সড়কের পাশে ব্যানার-প্লাকার্ড নিয়ে অবস্থান নেন। রোডমার্চের বহর আসা ও সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত কর্মসূচিতে ছিলেন তারা।

তবে এই গ্রুপের অনুসারীরা এবার কেউ মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেননি। এর আগে গত ১৭ জুলাই নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশের দিন মঞ্চের কাছাকাছি অবস্থান নিয়েছিলেন মঞ্জু গ্রুপের অনুসারীরা। অপর গ্রুপের নেতাকর্মীরা তাদের মারধর ও ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছিল। সে কারণে এবার মঞ্জুর অনুসারিরা মঞ্চের কাছাকাছি যাননি বলে তারা জানান।      

আরও পড়ুন

×