ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাবাকে হত্যা: খণ্ডিত মাথা উদ্ধারে ছেলেকে নিয়ে অভিযানে পুলিশ

বাবাকে হত্যা: খণ্ডিত মাথা উদ্ধারে ছেলেকে নিয়ে অভিযানে পুলিশ

গ্রেপ্তার ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:২৭

চট্টগ্রামে মো. হাসানকে (৬১) টুকরো করে হত্যার ঘটনায় তাঁর ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পিবিআই।  শনিবার তাঁকে নিয়ে বাবার খণ্ডিত মাথার খোঁজে নগরীর পতেঙ্গা সৈকতে তল্লাশি চালানো হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাথাটি উদ্ধার হয়নি। 

এর আগে শুক্রবার দুপুরে ঢাকার হাজারীবাগের একটি কারখানা থেকে গ্রেপ্তার হয় সফিকুর। হত্যাকাণ্ডের পর পিবিআই নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম, বড় ভাই মোস্তাফিজুর রহমান ও সফিকুরের স্ত্রী আনারকলিকে গ্রেপ্তার করে। আনারকলি আদালতে জবানবন্দিতে বলেন, তাঁর স্বামী-ভাশুর মিলে শ্বশুর হাসানকে হত্যা করেছে।  

পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, বাবাকে খুনের পর ছোট ছেলে সফিকুর ঢাকায় পালিয়ে যায়। হাজারীবাগে সে নিজেকে সুমন ও বাড়ি মিরসরাই পরিচয় দিয়ে ট্যানারিতে চাকরি নেয়। গ্রেপ্তার এড়াতে সফিকুর ডিজিটাল ডিভাইস ত্যাগ করেছিল। ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেটে একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কফি রঙের ট্রলিব্যাগে ছিল মানবশরীরের দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে ঊরুর টুকরো অংশ। এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই আবদুল কাদির হত্যা মামলা করেন। 

খুনের শিকার হাসান বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে। গত ২৩ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর আকমল আলী সড়কের খাল থেকে বস্তাবন্দি অবস্থায় টেপে মোড়ানো শরীরের আরেকটি খণ্ড উদ্ধার করে পিবিআই।   


আরও পড়ুন

×