ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

জেলা পরিষদ সদস্য মাসুম আহম্মেদ। ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৪:০৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৪:০৯

নোটিশের জবাব না দেওয়ায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বিকেলে দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক ওমর ফারুক। 

মাসুম আহম্মেদ বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

মামলায় উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদের সদস্য মো. মাসুম আহম্মেদ এর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, বিলাসবহুল বাড়ি, গাড়ি, দুটি ইটভাটার মালিকানা এবং গভীর নলকূপ দেওয়ার নামে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের রেকর্ডপত্রসহ কমিশনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন। কিন্তু কমিশনে উপস্থিত হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য না দেওয়ায় আইন অবজ্ঞা এবং আইনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

মামলার বিষয়ে মাসুম আহম্মেদ জানান, তিনি একাধিকবার দুদক কার্যালয়ে উপস্থিত হয়েছেন। তারপরও কেন তার বিরুদ্ধে মামলা হলো তা তিনি বলতে পারছেন না।

মামলার বিষয়ে বাদি ওমর ফারুক জানান, মাসুম আহম্মদকে দুদক কার্যালয় থেকে সরাসরি ও থানার মাধ্যমে মোট চারটি নোটিশ দেওয়া হয়। তিনি দুদক কার্যালয়ে এলেও তিনি নোটিশের জবাব দেননি। ফলে দুদকের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার মামলার নথি জেলা জজ আদালতে পাঠানো হবে। মামলায় তাকে আইনের আওতায় আনার কথা বলা হয়েছে। এ ব্যাপারে জেলা জজ আদালত সিদ্ধান্ত দেবেন। 

আগে দুদকের মামলা থানায় হলেও আইন অনুযায়ী বর্তমানে এসব মামলা দুদক কার্যালয়ে দায়ের করা হয়।

আরও পড়ুন

×