ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সমকাল

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ১৭:০১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ১৭:০১

বিএনপি নেতারা বিদেশিদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় যেতে চান বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল- সেই জামায়াত-শিবিরের লোকজন বিএনপিতে যোগ দিয়েছিল। তারাই বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান বানিয়ে দেশে গ্রেনেড হামলা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিানা সরকারের উন্নয়ন তাদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে ধানকোড়া ইউনিয়ন ভোট কেন্দ্র কমিটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পশ্চিমাদের চাপের ভয় আওয়ামী লীগ পায় না। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে সময় আমেরিকা বিরোধিতা করেছিল। বঙ্গবন্ধুর ডাকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। তখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথা নত করেননি। শেখ হাসিনাও পশ্চিমাদের কাছে মাথা নত করবেন না। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মো. আব্দুল হকের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন ও ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল রউফ। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×