ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে পাঁচ জেলের ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরে পাঁচ জেলের ৭ দিনের কারাদণ্ড

পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১০:২৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ১০:২৬

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ শিকারের যাওয়ার অপরাধে পাঁচ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে।

এসময় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কোনো ইলিশ মাছ উদ্ধার করা যায়নি।

সোমবার দিনে ও রাতে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজননের মৌসুম। এসময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পাঁচ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ জানান, জব্দের পর অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তবে কোনো ইলিশ মাছ উদ্ধার করা যায়নি। এ ধরনের অভিযান চলবে। ইলিশ মাছ শিকারে যাওয়ার অপরাধে পাঁচ জন জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

×