দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটল প্রথম স্ত্রী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২০:১০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১০:৪৯
সুনামগঞ্জের তাহিরপুরে দ্বিতীয় বিয়ে করায় আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার প্রথম স্ত্রী। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই আজিজুলের প্রথম স্ত্রী জহুরা বেগমকে আটক করে পুলিশ।
আজিজুল উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের শুক্কুর আলীর ছেলে। তার স্ত্রী জহুরা একই এলাকার শাহানুর মিয়ার মেয়ে।
গুরুতর আহত অবস্থায় আজিজুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী জহুরা আজিজুলের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে। এরপর থেকে তারা আলাদা বসবাস করে আসছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত কথাবার্তা হতো। সোমবার রাতে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়ে আজিজুলকে বাবার বাড়িতে ডাকে জহুরা। ওই রাতেই ব্লেড দিয়ে আজিজুলের পুরুষাঙ্গ কেটে দেয় সে।
আজিজুলের পরিবারের সদস্যদের দাবি, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সে। কিন্তু জহুরার দাবি, তাদের ছাড়াছাড়ি হয়নি। দ্বিতীয় বিয়ের পরও আজিজুল তার সঙ্গে যোগাযোগ রেখেছে।
জহুরার বাবা শাহানুর মিয়া বলেন, বিয়ের পর থেকেই আজিজুল যৌতুকের জন্য চাপ দিতো। টাকা না পেয়ে জহুরাকে সে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সম্প্রতি কাউকে কিছু না জানিয়ে আজিজুল দ্বিতীয় বিয়ে করে।
তাহিরপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।