জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য, সাধারণ সম্পাদক ঋদ্ধ

অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৭:০০
ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অমর্ত্য রায়কে সভাপতি ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া মুন। শনিবার ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩২তম সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে ১৯ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। ২টি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।
কমিটিতে আশফার রহমান নবীন, এ এস সৈকত, হাসান রাব্বীকে সহসভাপতি, নওশাদ উল সাবেরীন, মাহমুদুল হসান হৃদয়কে সহসাধারণ সম্পাদক, ওমর ফারুক স্বাধীনকে কোষাধ্যক্ষ, সীমান্ত বন্ধনকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কমিটিতে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবরার হক অর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রাবেয়া বষরী তাপস্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জারিন তাসনীম প্রমি, সাংস্কৃতিক সম্পাদক পদে অদ্রি অংকুর, ক্রীড়া সম্পাদক পদে শেখ মোহাম্মদ সিয়াম, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নাবিলা খায়ের নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে আছেন মাহিসুন রাশতি, সাদমান বার্তা, ইমতিয়াজ অর্ণব।
৭ ডিসেম্বর ‘পাখির গান শুনতে পাব তবে, যুদ্ধবিমান চুপ করবে যবে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় তিন দিনব্যাপী ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩২তম সম্মেলন। ৯ ডিসেম্বর সেলিম আল দীন মুক্তমঞ্চে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হওয়ার মাধ্যমে সম্মেলন শেষ হয়।
- বিষয় :
- ছাত্র ইউনিয়ন
- জাবি