ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাজীপুরে মধ্যযুগের প্রত্নস্থানের সন্ধান

গাজীপুরে মধ্যযুগের প্রত্নস্থানের সন্ধান

ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৪৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে মধ্যযুগের বিশাল আকারের প্রত্নস্থানের সন্ধান পাওয়া গেছে। তবে ওই প্রত্নস্থানের ইট পাথর খুলে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। প্রত্নতত্ত্ববিদরা এটি সংরক্ষণের দাবি জানিয়েছেন।

শুক্রবার গোসিঙ্গার খোজেখানী এলাকার প্রাচীন ইটের অংশ, অবকাঠামো ও প্রকৃতি পর্যবেক্ষণ করতে ওই এলাকায় আসেন প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিশাল আকৃতির এ প্রত্নস্থান কোন যুগের সেটা গবেষণা ছাড়া বলা যাবে না। তবে কাপাসিয়ার দরদরিয়া এলাকায় আবিষ্কৃত প্রত্নস্থানের সঙ্গে শ্রীপুরের এ প্রত্নস্থানের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা যায়।

গোসিঙ্গা বাজারের উত্তর দিকে বাইন্যার ভিটা এলাকার প্রত্নস্থান ঘুরে দেখেন সুফি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সরকারের উদ্যোগের অভাবে অসাধারণ এ প্রত্নস্থান অবহেলায় পড়ে আছে। ইটপাথর খুলে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। সরকারের কি কিছুই করার নেই?

অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রত্নস্থান পরিদর্শন করেন কলেজশিক্ষক ও প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করা মিশকাত রাসেল। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের দুই শিক্ষার্থীকে নিয়ে তারা এরই মধ্যে বাইন্যার ভিটার প্রত্নস্থান ও টুক্কার উচাভিটার ঢিবি পরিদর্শন করেছেন। ওই ঢিবির উত্তর-পশ্চিম কর্নারে একটি মাটির ভাঙাঘর দেখা যায়। সেই ঘরের দেয়ালের মাটিতে দেখা যায় বর্গাকৃতির ইটের অসংখ্য টুকরো, মৃৎপাত্রের ভগ্নাংশ ও নলাকৃতির মৃৎখণ্ড। 
প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান সেখানে মৃৎপাত্রের গায়ে প্রাচীন বিভিন্ন নকশা খুঁজে পেয়েছেন। শ্রীপুরের গোসিঙ্গা গার্লস স্কুলের কাছে একটি দরগাহ রয়েছে। দরগাহটির চারপাশের দেয়ালের কাঠামো দেখে সুফি মুস্তাফিজুর রহমান বলেন, এটি মসজিদের ভগ্নাবশেষ হতে পারে। আমাদের চোখের সামনে অযত্ন অবহেলায় পড়ে আছে অসাধারণ এ প্রত্নস্থান। সরকারের এখনই উচিত এটি রক্ষা করা।

আরও পড়ুন

×