ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সেই ইউপি চেয়ারম্যানের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

সেই ইউপি চেয়ারম্যানের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

নুরুজ্জামান। ছবি: সংগৃহীত

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ১৩:৪৯ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ১৪:১০

বগুড়ার শাজাহানপুরে ওসিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের হেনস্তাকারী সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার মাঝিড়া বন্দর ও বান্নিঘাটা এলাকা থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। এ সময় ৭ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপির চেয়ারম্যান। 

এর আগে শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজার থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে দু’টি বার্মিজ চাকুসহ আটক করা হয়। এর প্রায় ১ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রায় অর্ধশত লোকজন নিয়ে থানায় প্রবেশ করে চাকুসহ আটক মিঠুনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের বাধা দিতে গেলে শাজাহানপুর থানা পুলিশের ওসি শহীদুল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে হেনস্তা করা হয়। 

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে থানা থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে ছত্রভঙ্গ হওয়া পর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের নেতৃত্বে মাঝিড়া বন্দরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে সড়ক অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে নুরুজ্জামানসহ পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার কাছে থাকা দুইটি আগ্নেয়াস্ত্রের তথ্য দেন। পরে নুরুজ্জামানকে নিয়ে মাঝিড়া বন্দরে তার নিজ বাড়িতে ও বান্নিঘাটে নাজমুল নামের এক ব্যক্তির বাংলো বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭ দশমিক ৬৫ মডেলের দুইটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মাঝিড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নুরুজ্জামানের আরও তিন সহযোগীকে আটক করা হয়। 

পুলিশ জানায়, নুরুজ্জামান বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি দখল, সরকারি কাজে বাঁধা, মাদক আইনসহ অন্তত ৮ থেকে ১০টি মামলা রয়েছে। এর আগে সরকারি টেন্ডার চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন।

ওসি শহীদুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দু’টি অবৈধ। আটক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে জানতে জেলা স্বেচ্ছেসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী শান্তর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

আরও পড়ুন

×