দলবল নিয়ে সড়কের গাছ কাটা বিএনপির সেই নেতা গ্রেপ্তার

বিএনপি নেতা আহম্মেদ সুমন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ১৮:২৫ | আপডেট: ১৫ মে ২০২৪ | ১৮:৩৯
বগুড়ার গাবতলীতে সড়কের গাছ কাটার মামলায় বিএনপি নেতা আহম্মেদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার গুলশান থেকে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সুমন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে গত ১৪ মে সমকালে ‘দলবল দিয়ে সড়কের গাছ কাটলেন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ মে বিএনপি নেতা সুমন শাহবাজপুর কালুডাঙ্গা গ্রামে এলজিইডি নির্মিত ভিটাপাড়া সড়কের পাশে ১০টি ফলদ গাছ কেটে ফেলেন। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনার পরদিন ১২ মে গাবতলী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নায়েব আনিছুর রহমান বাদী হয়ে বিএনপি নেতা সুমন ও তার চাচা ওহাব পাইকারের নামে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এরপরই গা ঢাকা দেন সুমন। মঙ্গলবার সুমনকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গাছ কাটার ঘটনায় বিএনপি নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- বিএনপি নেতা
- বিএনপি নেতা গ্রেপ্তার
- বগুড়া