নাবিক রোকন উদ্দিনের বাড়িতে আনন্দ

নেত্রকোনায় বৃহস্পতিবার রোকন উদ্দিনকে ফুল দিয়ে বরণ করছেন স্বজনরা সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৪ | ২৩:৪০
বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন নাবিক রোকন উদ্দিন। ছেলেকে ফিরে পেয়ে মা-বাবার মনে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। গত বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার বাঘরুয়া গ্রামে বাড়িতে যান তিনি।
ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন মা লুৎফুন নাহার। অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন কৃষক বাবা মিরাজ আলী। ছেলে ঘরে ফেরায় বাড়িতে চলছে আনন্দ উৎসব। এমনই এক অবস্থা বিরাজ করছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিক রোকন উদ্দিনের বাড়িতে। গত বৃস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছান তিনি। এর আগে গত ১৪ মে চট্টগ্রামের মহেশখালী বন্দরে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। তাদেরই একজন রোকন উদ্দিন।
নাবিক রোকন উদ্দিনের ভাবি বলেন, ‘রোকন আমার হাতের যত ধরনের রান্না করা খাবার খেতে পছন্দ করে সব ধরনের রান্না করে রেখেছি। আজকে (বৃহস্পতিবার) ঈদ আনন্দের চেয়েও অনেক বেশি আনন্দ আমাদের।’
মা লুৎফুন নাহার বলেন, ‘আমার ছেলে অক্ষত অবস্থায় আমার কাছে ফিরে আশায় সরকার এবং তার কোম্পানির লোকদের প্রতি কৃতজ্ঞ আমি।’
এমভি আব্দুল্লাহর থার্ড ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন বলেন, ‘আমরা মুসলমান হওয়ায় এবং রোজা রাখার কারণে সোমালি দস্যুরা সহনশীল আচরণ করেছে। তবে বন্দি থাকা অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল আতঙ্কের। সপ্তাহে একদিন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ দিত এবং ওই সময় পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলতাম। যাতে পরিবারের কেউ দুশ্চিন্তা না করে। কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা এবং রাষ্ট্রের কলাকুশলী ও সংবাদমাধ্যমের বদৌলতে দ্রুত সময়ের মধ্যে মুক্তি লাভ করেছি।’
রোকন উদ্দিন মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে ২০১৫ সালে চাকরিতে যোগদান করেন। ২০২৩ সালের নভেম্বর মাসে শিপিং কোম্পানিতে
যোগদান করেন।
- বিষয় :
- নাবিক