ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নির্বাচনী পরবর্তী সহিংসতা

হাত-পা বেঁধে কুপিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয় মনিকে

হাত-পা বেঁধে কুপিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয় মনিকে

ফাইল ছবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৬:২০ | আপডেট: ২৭ মে ২০২৪ | ১৬:৩২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এক পরাজিত প্রার্থীর সমর্থককে হাত-পা বেঁধে কুপিয়ে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার টাঙ্গুয়ার হাওরের জঙ্গল থেকে ছোটমনি নামে ওই সমর্থককে উদ্ধার করে স্থানীয়রা।

উপজেলার মন্দিয়াতা গ্রামের শাহ আলম জানান, রোববার রাত ৮টার দিকে শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মন্দিয়াতা গ্রামের জঙ্গলে এ ঘটনা ঘটে। গ্রামের এক মহিলা জঙ্গলটির পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পেলে বিষয়টি গ্রামের লোকজনকে জানান। পরে তারা সেখানে ছুটে গিয়ে দেখেন হাত-পা বাঁধা, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ছোটমনি সেখানে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ছোটমনি কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিল। ঘটনার দিন সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রাতেই বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আব্দুছ ছত্তার ও তার ছেলে সজিব মিয়াকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়। আটকরা থানা হাজতে রয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের হবে।

আরও পড়ুন

×