যেতে রাজি না হওয়ায় টর্চলাইট দিয়ে পিটানো সেই এএসআই প্রত্যাহার

এএসআই সেলিম রেজা। ছবি: সংগৃহীত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ২০:৪৯
নাটোরের সিংড়ায় সিএনজিচালিত এক অটোরিকশাচালককে মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয়েছে সিংড়া থানা পুলিশের এএসআই সেলিম রেজাকে। শনিবার সকাল থেকে ওই রিকশাচালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
মারধরের শিকার অটোরিকশাচালক হারুন আলী নাটোরের সিংড়ায় পৌর শহরের বাইশা গ্রামের বাসিন্দা।
হারুন জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি দমদমায় যাত্রী নামিয়ে দিয়ে রিকশার চার্জ কমে যাওয়ায় বাড়ি ফিরে যাচ্ছিলেন। পথে উপজেলা রোডের আতাহার আলী সুপার মার্কেটের সামনে পৌঁছালে সিংড়া থানার এএসআই সেলিম রেজা তাকে অটোরিকশা থামাতে বলেন। সেলিম রেজা এক পুলিশ সদস্যসহ তিনজন তার রিকশায় উঠে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যেতে বলেন। এ সময় তিনি নিয়ে যেতে অপারগতা জানালে সেলিম রেজা তার হাতে থাকা টর্চলাইট দিয়ে মারতে শুরু করেন। এ সময় তার কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ধমক দিয়ে সরিয়ে দেন ওই পুলিশ সদস্য।
এএসআই সেলিম রেজার এই কাণ্ড রেকর্ড হয় পাশের দোকানের সিসি টিভি ক্যামেরায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, অন্যায়ভাবে গরিব অসহায় রিকশাচালককে পুলিশের পোশাকের জোরে মারধর করা অন্যায় হয়েছে। এএসআই সেলিম রেজা রিকশায় উঠে ভাড়া দেন না, দোকান বাকির টাকা চাইলে পরিশোধ করেন না।
এ বিষয়ে জানতে এএসআই সেলিম রেজার মোবাইল নম্বরে কল করা হয়। কথার এক পর্যায়ে সে রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের লাইন কেটে দেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তার এই ঘটনার ভিডিও দেখে নাটোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নাটোর
- পুলিশ
- এএসআই
- প্রত্যাহার