ভেড়ামারায় কিশোর গুলিবিদ্ধ
২০ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

গুলিবিদ্ধ আসিফ আলী
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৫:৩৪
কুষ্টিয়ার ভেড়ামারায় আসিফ আলী প্রামানিক (১৭) নামে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ২০ দিন পেড়িয়ে গেলেও আসামি গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি অস্ত্র। এতে হতাশা প্রকাশ করেছেন আসিফের মা। তিনি দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দুই দিন পর ১৫ই জুন গুলিবিদ্ধ আসিফ আলীর মা রুনি খাতুন বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলায় বাহাদুরপুর ইউনিয়নের রাইটা মোল্লাপাড়ার কামরুল আলীর ছেলে নিরব আলীকে (১৭) এক নম্বর এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়।
রুনি খাতুন বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। মামলার ২০ দিন পেড়িয়ে গেল। অথচ এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আমরা আতঙ্কের মধ্যে আছি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, আসিফের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
গত ১৩ জুন বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে পূর্ব বিরোধের জেরে আসিফকে গুলি করে মোল্লাপাড়া গ্রামের নীরব আলী। আসিফ রাইটা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। সে আড়কান্দি গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল হান্নানের ছেলে।